চট্টগ্রাম অফিস :: হেফাজতে ইসলাম বাংলাদেশ’-এর মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীর মুক্তি দাবি করেছেন চট্টগ্রামের বিশিষ্ট আলিম ও হেফাজতে ইসলাম মহানগর নেতৃবৃন্দ।
বিকেল ৩টায় হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর কার্যালয়ে মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীর মুক্তির দাবিতে গণআন্দোলন ও ১৩ দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মপন্থা বিষয়ক প্রতিনিধি সম্মেলনে চট্টগ্রামের তরুণ আলিমরা বলেন, ৫ মে দুপুর থেকেই শাপলা চত্বরে চতুর্দিক থেকে পানি ও খাবারের গাড়ি আটকে দিয়ে সরকার আলিম-ওলামা ও নবীপ্রেমিক জনতাকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল। যা গণতান্ত্রিক রাষ্ট্র এমনকি সভ্য সমাজে অকল্পনীয়। এ ভয়াবহ হত্যাযজ্ঞের বিষয়ে ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম সরকারের বক্তব্য প্রত্যাখ্যান করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।
আলেমরা বলেন, দেশের বিজ্ঞজনদের এসম্পর্কিত তাদের প্রতিক্রিয়ায় শাপলা হত্যাকাণ্ড সম্পর্কে সরকারের উদ্দেশে বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যার জবাব পাওয়া গেলেই পরিষ্কার হবে হতাহতের মাত্রা ও প্রকৃতচিত্র। তারা অবিলম্বে হেফাজত মহাসচিবে মুক্তি ও আলেমদের নামে দায়েরকৃত লাধিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় শীঘ্রই দেশের বৃহত্তর জনগোষ্ঠীসম্পৃক্ত হেফাজতে ইসলামের মহাজাগরণ অধিকতর শক্তিশালী হয়ে ধর্মবিদ্বেষী নাস্তিক চক্র ও তাদের দোসরদের সমুচিত জবাব দেবে।
প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মাহফুজুল হক, আলহাজ্ব মুহাম্মদ মুজ্জাম্মেল হক, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ আবদুল করিম, মাওলানা আশেকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ তাওসীফ রেজা, নিজামুদ্দিন, আবু রায়হান, দিদারুল আলম, মাওলানা ওমর ফারুক, আবদুল কাদের, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা হেলালুদ্দিন ও মুহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ।