বার্তাবাংলা ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে রোববার চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে চার বাংলাদেশি লাকড়ি সংগ্রহ করতে লাউরের গড় সীমান্তবর্তী মেইন পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তে চলে যায়। এ সময় বিএসএফ জওয়ানরা তাদের ধরে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
সুনামগঞ্জ-৮ এর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একেএম মাকসুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আটক ৪ জনকে ফিরিয়ে আনতে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করা হবে বলেও জানান তিনি।