বার্তাবাংলা ডেস্ক »

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর “এস্টাবলিশমেন্ট অব ১৬৩টি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE)” প্রকল্পে ২টি ড্রাইভার পদে অস্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে এবং কমপক্ষে অষ্টম শ্রেণি পাস ও ৫ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতামাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মতারিখসহ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি প্রেরণ করা যাবে।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮ বিকাল ৫.০০টা পর্যন্ত।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

প্রকল্প পরিচালক, ইউআইটিআরসিই কেন্দ্র-২ প্রকল্প, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস),
১ জিগাতলা রাহমান রোড (পলাশ-বীথিকা), ঢাকা-১২০৫।

প্রার্থীদের অবশ্যই সরকারি নিয়মাবলী মেনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোন প্রকার ত্রুটি বা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না এবং কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিস্তারিত তথ্যের জন্য আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।

আবেদনের শর্তাবলি

১. প্রার্থীর বয়স সীমা ১৮-৩০ বছর হতে হবে।
২. প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং কমপক্ষে ৫ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে।
৩. সরকারী/আধাসরকারী প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৪. আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে।
৫. আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যেমন, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, এবং বৈধ লাইসেন্স সংযুক্ত করতে হবে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »