স্বচালিত গাড়ির জন্য স্যাটেলাইট তৈরি করছে চীনের গিলি

বঙ্গবন্ধু স্যাটেলাইট

স্বচালিত যানবাহনকে পথ দেখাতে উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট তৈরির কাজ শুরু করেছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গিলি হোল্ডিং গ্রুপ। এজন্য ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ শহরে গিলির কারখানায় ব্যাপক হারে উৎপাদন শুরু হয়েছে। এর বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০০ ইউনিট।

গিলির পরিকল্পনা হলো নিম্ন কক্ষপথে এমন একটি নেটওয়ার্ক তৈরি করা, যার মাধ্যমে স্বচালিত গাড়িগুলোয় সুনির্দিষ্ট অবস্থানের তথ্য পাঠানো যাবে। যাতে করে গাড়িগুলোর চলাচলে কোনো সমস্যা না হয়। এ স্যাটেলাইটের মাধ্যমে চীনের বেসরকারি খাতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এমন ক্ষেত্রে প্রবেশ করল, যেটি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর অধীন ছিল।

Related Post

গিলির প্রতিষ্ঠাতা লি শুফু চীনের ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস কংগ্রেসের সদস্য। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছের মানুষ হিসেবেও পরিচিত।

এ ধরনের আরও কন্টেন্ট
Leave a Comment