সুশান্ত সিং রাজপুতের মামলা নতুন মোড় নিলো। মাদক কাণ্ডে গ্রেপ্তার হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রবিবার থেকে রিয়াকে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবি ও সোম পর পর দু’দিন জেরার পর আজ মঙ্গলবারও ডাকা হয় রিয়াকে। কিছু ক্ষণ জেরার পরই দুপুরে রিয়াকে গ্রেফতার করে এনসিবি।
বিকেল সাড়ে ৪টে নাগাদ তার ডাক্তারি পরীক্ষা হবে। মাদককাণ্ডে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছিল রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে। গ্রেফতার করা হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং কর্মচারী দীপেশ সবন্তকেও। আপাতত ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসবিবি’র হেফাজতে আছেন তাঁরা।।