বার্তাবাংলা ডেস্ক »

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে কোভিড শনাক্তের ১৮৪তম দিনে ৯২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১২ কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৪.২৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৯০ শতাংশ। মোট ১৬ লাখ ৪৪ হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৪৫১৬ জন। মৃতদের মধ্যে পুরুষ ৩৪৬৭ ও মহিলা ৯৫৩ জন ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৯৮ জন। মোট সুস্থ্য হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮.৬০ শতাংশ।

মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৮ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণ দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৭ জনের মধ্যে বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন। বিভাগওয়ারী পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে সাতজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।

শেয়ার করুন »

মন্তব্য করুন »