ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মেগান মার্কল এবং প্রিন্স হ্যারি। নেটফ্লিক্সের জন্য কনটেন্ট প্রোডিউস করবে মেগান ও হ্যারির সংস্থা।
ব্রিটেনের রাজপরিবার থেকে বেরিয়ে আসার পরে তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে অনেক জল্পনা ছিল। কেউ বলেছিলেন, মেগানের জন্য সিনেমা চেয়ে হ্যারি বিভিন্ন প্রযোজকের সঙ্গে বৈঠক করছেন। কেউ বলছিলেন, তারা প্রযোজনা সংস্থা খুলছেন। দ্বিতীয়টিই অবশেষে সত্যি বলে প্রমাণিত হল। নেটফ্লিক্সের সঙ্গে বেশ কয়েক বছরের চুক্তি হয়েছে মেগান-হ্যারির। তাঁরা সিনেমা, সিরিজ়, তথ্যচিত্র, ছোটদের অনুষ্ঠান প্রযোজনা করবেন এই আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মের জন্য।
একটি বিবৃতি দিয়ে এই দম্পতি বলেন, ‘ভাল কনটেন্ট প্রোডিউস করাই আমাদের উদ্দেশ্য। বাবা-মা হিসেবে চাই এমন পরিবারিক শো প্রযোজনা করতে, যা সকলকে অনুপ্রেরণা দেবে।’
শো বিজ়নেসে হ্যারি নতুন হলেও, বিষয়টিতে মেগানের যথেষ্ট দখল রয়েছে। একটা সময়ে তিনি ছোট পর্দার দর্শকের নয়নের মণি ছিলেন। তখনকার অভিজ্ঞতা মেগান প্রযোজনা সংস্থার কাজে লাগাবেন বলে মনে করছেন তার ভক্তরা।