প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেয়া একটি ইমেইল পেয়েছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ।
গত ৮ আগস্ট পাওয়া এই ইমেইলে মোদীকে তিনটি শব্দে হত্যার হুমকি দেয়া হয়। মোদীর সুরক্ষা বাড়াতে ঘটনার বিবরণ দিয়ে এনআইএ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে। এই ইমেইল প্রকাশ্যে আসার পরই তৎপর হয় দেশের নিরাপত্তা সংস্থাগুলো। একই সঙ্গে নরেন্দ্র মোদীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন স্পেশাল প্রোটেকশন গ্রুপের কমান্ডোরা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে মোদীকে হুমকি দেয়ায় নয়ডা পুলিশ হরভজন সিং নামে এক ব্যক্তিকে আটক করে।
গত জানুয়ারিতে কর্ণাটক থেকে নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হত্যার হুমকি দেয়ায় আনোয়ার ও নিয়াজ নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।