ফারজানা তন্বী »

চাঁদাবাজির অভিযোগ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার। সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ নির্দেশনা জানিয়েছেন।

সম্প্রতি, সাঁথিয়ায় বাইবাস সড়ক নির্মাণে কাজ করা ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের নিকট দশ লাখ টাকা চাদা দাবি করেন হাসিবুল খান সানা। পরে তা না পেয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার ও সুপারভাইজারকে মারধর করে সানা।

এ ঘটনায় সাঁথিয়া থানায় দায়ের করা মামলায় সানাকে ২৯ আগস্ট বিকেলে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

শেয়ার করুন »

মন্তব্য করুন »