বার্তাবাংলা ডেস্ক »

গরমের কারণে মুক্ত বাতাস নিতে ইমারজেন্সি দরজা খুলে বিমানের পাখার উপরে পায়চারি করলেন এক নারী। ঘটনাটি ঘটেছে ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে।

জানা গেছে, বিমানের ভেতরে অনেক গরম। আর সে কারণে তিনি ইমারজেন্সি দরজা খুলে, বিমানের পাখার উপরে পায়চারি শুরু করেন। দুই সন্তানের মা ওই নারী তুরস্ক থেকে ছুটি কাটিয়ে দেশে ফেরেন।

বিমানটি ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে অবতরণের পর অত্যন্ত গরম বোধ করছিলেন তিনি। বিষয়টি ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের জানানোও হয়েছিল কিন্তু কোন সমাধান না পেয়ে নিজেই ইমারজেন্সি দরজা খুলে পাখার ওপরে হাঁটা শুরু করেন।

বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আবার ভিতরে প্রবেশ করেন। এ রকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে যায়। ওই নারী জানান, গরম লাগার কারণেই তিনি এমনটি করেছেন।

দ্য সানের রিপোর্ট অনুযায়ী, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ঘটনার কথা স্বীকারও করেছেন। পরে ওই নারী মাদকাসক্ত বা মানসিক ভারসাম্যহীন কিনা তা জানার জন্য শারীরিক পরীক্ষা করা হয়। কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শেয়ার করুন »

মন্তব্য করুন »