ইয়াসমিন লিপি »

ফের জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান ফারুক। গত সোমবার সন্ধ্যায় ফারুককে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিশা সওদাগর বলেন, ‘ফারুক ভাইয়ের আবারও জ্বর এসেছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাবির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।’

গত ১৬ আগস্ট জ্বরের কারণে ফারুককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জনপ্রিয় এ চিত্রনায়কের দুইবার করোনা টেস্ট করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে। গত ১৮ আগস্ট হাসপাতালের বিছানায় শুয়েই নিজের জন্মদিন কাটিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। এরপর সুস্থ হয়ে ২৩ আগস্ট বাসায় ফিরেছিলেন ফারুক।

বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত চিত্রনায়ক ফারুক প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন। ‘সুজন সখি’র ফারুককে ইদানীং আর বড় পর্দায় দেখা যায় না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

শেয়ার করুন »

মন্তব্য করুন »