আমীর হোসেন »

Dating App

স্কুলছাত্র আবরার হত্যা মামলায় কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় ও তাদের জামিনের মেয়াদ শেষ গ্রেফতারে আইনি বাধা নেই বলেও জানানো হয়। এদিকে অবহেলায় ছেলের মৃত্যুর বিচার বিচার চাইলেন আবরারের বাবা। রেসিডেন্সিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র নাঈমুল আবরারকে হয়তো অনেক স্বপ্নের জাল বুনেছিলেন বাবা। এখন সন্তানের মৃত্যুর বিচারই তার একমাত্র চাওয়া।

বুধবার (০২ সেপ্টেম্বর) মহানগর হাকিম মো. জসিম আবরার হত্যা মামলার ৫ আসামি কিশোর আলো সম্পাদক আনিসুল হক, কবির বকুল, শুভাশিস প্রামানিক, মহিদুল আলম পাভেল, শাহ পরান তুষারের মালামাল ক্রোকের নির্দেশ দেন।

কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ১ নভেম্বর মারা যায় আবরার। জেনারেটরের ত্রুটিপূর্ণ তার না পাল্টেই ব্যবহার, বিদু্যৎস্পৃষ্ট আবরারকে দূরের হাসপাতালে নেয়া, সে মারা যাওয়ার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগে – প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গত বছরের ৬ নভেম্বর মামলা করেন আবরারের বাবা মজিবুর রহমান। আয়োজকদের অবহেলায় আবরার মৃত্যু হয়েছে- এমন দাবিতে রাজপথে নামে সহপাঠী ও স্কুলের সাধারণ শিক্ষাথীরা।

এ মামলায় প্রথম আলো সম্পাদকসহ ৫ আসামি জামিনে আছেন। তবে আনিসুল হকসহ বাকি ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা থাকায় তাদের গ্রেফতারে আইনি বাধা নেই। আগামী ২০ সেপ্টেম্বর এ মামলার পরবতী দিন ধার্য করা হয়েছে।

Dating App
শেয়ার করুন »

মন্তব্য করুন »