এক নারীর মুখের ভেতর থেকে ৪ ফুট লম্বা একটি সাপ বের করেছেন চিকিৎসকরা। জানা গেছে, রাশিয়ায় ক্যাসপিয়ান সাগরের পাশে দাগেস্তান এলাকার এক গ্রামের নারী বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তার মুখ দিয়ে একটি সাপটি ঢুকে যায়।
পরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে দেখা যায়, তার পেটে কিছু একটি রয়েছে। তবে চিকিৎসকরা প্রথমে নিশ্চিত ছিলেন না, পেটের ভেতরের বস্তুটি একটি সাপ।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘আল বায়ান নিউজ’-এর টুইটারে ভিডিওটি আপলোড করা হয়েছে।
এতে দেখা যাচ্ছে, অচেতন ওই নারীর মুখে যন্ত্র প্রবেশ করিয়ে ধীরে ধীরে টেনে বার করা হচ্ছে একটা কিছু। পুরোটি বেরিয়ে আসতেই দেখা যায়, সেটি আসলে একটি সাপ। সাপটি বের করে আনার পর সেটি দেখে এক নার্স রীতিমতো ভয় পেয়ে যান।
زحف عبر فمها أثناء نومها.. فيديو مروع للحظة سحب ثعبان من حلق امرأة https://t.co/6iUSk3oU2U#البيان_القارئ_دائما pic.twitter.com/3Q1YiYdV7R
— صحيفة البيان (@AlBayanNews) August 31, 2020