করোনার কারণে এক সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহণের শর্তে গণপরিবহনে যে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল তা বাতিল হয়েছে। আজ থেকে যত আসন তত যাত্রী এই নিয়মে চলছে গণপরিবহন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বাস মিনিবাসসহ দূরপাল্লার বাসে পুরনো ভাড়ায় যাতায়াত করতে দেখা যায় যাত্রীদের। প্রতিটি বাসেই ছিল পর্যাপ্ত সংখ্যক যাত্রী, কোথাও অতিরিক্ত যাত্রী পরিবহনের চিত্র দেখা যায় নি।
পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ায় যাত্রীদের যেমন কোনো অভিযোগ ছিল না, তেমনি চালক, হেল্পার কিংবা যাত্রী কারও মাঝেই ছিল না স্বাস্থ্য বিধি মানার কোনো বালাই। মাস্ক, সামাজিক দূরত্ব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেরও ছিল না কোনো বালাই। যে যার মত অবাধে যাতায়াত করছে।
যদিও গত শনিবার স্বাস্থ্যবিধি রক্ষা করে এবং অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে নির্দেশনা দিয়ে পূর্বের ভাড়া কার্যকরের নির্দেশনা জারি করে বিআরটিএ।