সম্প্রীতি মাহমুদ »

Dating App

করোনা একটি ভাইরাসজনিত রোগ। যা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। মহামারির এই সময়ে স্কিনে নানাবিধ সমস্যা হতে পারে। তবে নিয়ম মেনে চিকিৎসা করালে তা ভালো হয়ে যায়।

করোনায় স্কিনে কী সমস্যা হয়:

ক) স্কিন র‍্যাশ: এতে সাধারণত চুল্কানি হয় না। সারা শরীরে র‍্যাশ হতে পারে। যেগুলো দেখতে লাল বর্ণের হয়। বুকে-পিঠে কিংবা মুখমণ্ডলে বেশি হয়। তবে অনেক ক্ষেত্রে চুল্কানি ও ব্যথা থাকতে পারে।

খ) পায়ের আঙুলে সমস্যা: এখন পর্যন্ত এই সমস্যা সব থেকে বেশি পাওয়া গেছে। পায়ের আঙুল লাল হয়ে যায়। অতিরিক্ত ঠাণ্ডা লাগলে যেমন হয়ে যায় তেমন কিছুটা। ব্যথা হয়, তবে চুল্কানি বিরল। বর্তমানে এটাকে ‘করোনা টো’ও বলে।

গ) আর্টিকেরিয়া: আমাদের দেশে টিপিক্যাল এলার্জি বলতে বেশিরভাগ মানুষ এটাকে বুঝায়। এই রোগে অনেক বেশি চুল্কানি থাকে। তবে করোনার ক্ষেত্রে চুল্কানি কিছুটা কম থাকে। শরীরের বিভিন্ন অংশে হয়। সাধারণত মুখে ও বুকে বেশি হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে বেশি পাওয়া যাচ্ছে।

ঘ) ফোসকা ও ভেসিকল: কিছু কিছু ক্ষেত্রে হাতে-পায়ে ফোসকা পাওয়া যাচ্ছে। এছাড়া শরীরে পক্সের মতো ভেসিকল চোখে পড়ছে।

চিকিৎসা ও পরামর্শ:
» এ ধরনের লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যাবেন।
» ত্বক ও পায়ের আঙুলের যত্ন নিবেন।
» সচেতন থাকবেন।
» ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ও ব্যবহার করবেন।

লেখক: ডা. কোরবান আলী (রনি)
চর্ম ও যৌন বিশেষজ্ঞ

Dating App
শেয়ার করুন »

মন্তব্য করুন »