সম্প্রীতি মাহমুদ »

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড শনাক্তে ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ হাজার ৭৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৬.০৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০.২৬ শতাংশ। কোভিডে মোট মারা গেছেন ৪১৭৪ জন।

মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১৫ জন।  হাসপাতালে মারা গেছেন ৪৪ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী চারজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৬ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২৯ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের সাতজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন চারজন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬ জনের। মোট শনাক্ত হয়েছে ৩ লাখ ৬ হাজার ৭৯৪  জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৭৮ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৬ শতাংশ।

শেয়ার করুন »

মন্তব্য করুন »