মোহাম্মদ কামরুজ্জামান »

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুধবারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা হয়েছে ১৫০৭০ জনের। মোট মারা গেছেন ৪০৮২ জন। মৃতদের মধ্যে ৩৯ জন পুরুষ ও  জন ১৫ নারী।  এদের মধ্যে হাসপাতালে ৪৯ জন ও বাড়িতে পাঁচজন মারা যান।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ২৬১ জনের। মোট শনাক্ত হয়েছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪২৭ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৪ শতাংশ।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »