মোহাম্মদ কামরুজ্জামান »

বাংলাদেশের ক্রিকেটের সফলতম এবং প্রবাদপ্রতীম অধিনায়ক তিনি। ফুটবলের প্রতিও আগ্রহ আছে। প্রিয় দল আর্জেন্টিনা। গতকাল রবিবার রাতে বায়ার্ন মিউনিখ বনাম পিএসজির ফাইনালে সারাবিশ্বের কোটি মানুষের মতো তিনিও নজর রেখেছিলেন। কিন্তু জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ১-০ গোলের জয় ‘নিতে পারছেন না’ মাশরাফি বিন মুর্তজা।

রবিবারের ম্যাচটা ‘নিরপেক্ষ’ দর্শক হিসেবে দেখেছেন সাবেক টাইগার ক্যাপ্টেন। বায়ার্নের শিরোপা জয় আর পিএসজির হার দেখে পাঁচটি উপলব্ধি হয়েছে ম্যাশের। ম্যাচের ফলাফল নিয়ে সোশ্যাল সাইটের নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিজের মতামতও দিয়েছেন। তিনি দুই ক্লাবের কোনোটার সমর্থক না হলেও কিছুতেই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের জয় মানতে পারছেন না।

মাশরাফি লিখেছেন, ‘একটা ম্যাচ শেষে কত ভালো এবং খারাপ লাগা কাজ করছে …
১. একজন আর্জেন্টিনার ফুটবল সমর্থক হিসাবে ডি মারিয়ার হার এতটুকুও খারাপ লাগেনি।
২. এমবাপ্পের গতির কাছে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপের বিদায় এখন চোখে ভাসে তাই ওর জন্যও খারাপ লাগেনি এতটুকুও।
৩. লেভানডফস্কি বা মুলার কারও উদযাপনও নিতে পারছি না।
৪. আবার ব্রাজিলের সমর্থক না হয়েও নেইমারের জন্য অস্থির লাগছে। মনে হচ্ছে ও পেলে খুব ভালো লাগত।
৫. পরে বুঝতে পারলাম, এটাই মুল কারণ যে জার্মানির কোনো জয় আমি নিতে পারি না। কারণ, আর্জেন্টিনা ওদের কাছে ধরা!’

শেয়ার করুন »

মন্তব্য করুন »