সম্প্রীতি মাহমুদ »

সময়ের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া জুটি বেঁধে অভিনয় করছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে। এরই মধ্যে তারা শুভেচ্ছাদূত হলেন মুঠোফোন নির্মাণ প্রতিষ্ঠান অপো’র।

গত ২৩ আগস্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন তারা। এ সময় সিয়াম-ফারিয়ার পাশাপাশি আরও উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের পরিচালক মোহাম্মদ ইফতেখার সানি ও ঢাকা টকিজ এজেন্সির প্রধান রমিম রায়হান। চুক্তিবদ্ধ হওয়ার পরই প্রতিষ্ঠানটির দুটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তারা।

সিয়াম আহমেদ বলেন, ‘অপো আমার পছন্দের একটি ব্র্যান্ড। এরকম একটি প্রোডাক্টের সঙ্গে থাকতে পেরে সত্যি ভালো লাগছে।’ ফারিয়া বলেন, ‘আমি ও সিয়াম দুজনেই এখন প্রতিষ্ঠানটির প্রচার ও প্রসারে কাজ করব। আশা করি, দুজন মিলে সুন্দর কিছু কাজ উপহার দিতে পারব।’ এর আগে, অপোর এফ-১৫ প্রো মডেলের শুভেচ্ছাদূত হয়েছিলেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তারকা আরিফিন শুভ।

শেয়ার করুন »

মন্তব্য করুন »