আমীর হোসেন »

সোমবার (১৭ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিডে মোট মারা গেছেন ৩৬৯৪ জন। মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৪১, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭. ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১২৫২৩ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি। শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।

দেশে গত ৮ মার্চ প্রথম কোভিডে রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

শেয়ার করুন »

মন্তব্য করুন »