ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ শ্বাসকষ্টে ইয়াসিন আলী শাকিল (২০) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মর্মস্পর্শী এ ঘটনা ঘটেছে।
নিহত শাকিল সদর উপজেলার করিমনগর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। সে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, প্রতি বছর ঈদুল আজহার পর করিমনগরের পরিত্যক্ত একটি ইটভাটায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে স্থানীয় গ্রামবাসী। তারই ধারাবাহিকতায় রোববার বিকেল সাড়ে ৪টায় ফুটবল খেলা শুরু হলে শাকিল তাতে অংশ নেয়। খেলা পরিচালনা করেন শাকিলের বাবা হামিদুল ইসলাম।
খেলা চলাকালে ৫টার দিকে শাকিল হঠাৎ করে মাঠে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ৫টার দিকে ওই শিক্ষার্থী মারা যায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খেলা চলাকালে শাকিলের মাসহ এলাকার শত শত নারী-পুরুষ মাঠে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।
করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধ হলে গত মার্চ মাসে বাড়ি আসে শাকিল। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।