মোহাম্মদ কামরুজ্জামান »

বিশ্বজুড়ে করোনার বিস্তার। এ থেকে মুক্ত নয় শ্রীলঙ্কাও। এর মধ্যেও সেখানে আগামী বুধবার পার্লামেন্ট নির্বাচন। এতে ভোটারদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তার অধীনে ভোটারদেরকে মুখে মাস্ক পরতে হবে। ব্যালট পেপারে ভোট দেয়ার জন্য নিজেদেরকেই সঙ্গে কলম নিতে হবে।

ভোটকেন্দ্রে রক্ষা করতে হবে সামাজিক ও শারীরিক দূরত্ব। উল্লেখ্য, এর আগে করোনা ভাইরাস সংক্রমণের জন্য এই নির্বাচন দুই দফা স্থগিত করা হয়।

এখন চূড়ান্ত দিন ধার্য করা হয়েছে বুধবার। এরপর বৃহস্পতিবার গণনা করা হবে ভোট। এই নির্বাচনের মাধ্যমে জাতীয় ভঙ্গুর রাজনীতিতে নিজের ক্ষমতাকে পোক্ত করার আশা করছেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। যদি তিনি বিজয়ী হতে পারেন, তাহলে তাতে সুবিধা হবে তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের।

দু’জনে মিলে তাদের মতো করে সংবিধান সংশোধন করতে পারবেন। উল্লেখ্য, রোববার পর্যন্ত শ্রীলঙ্কায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮১৬ জন। মারা গেছেন ১১ জন। এইসব সংখ্যা দক্ষিণ এশিয়ার অন্য প্রতিবেশীদের তুলনায় অনেক কম।

শেয়ার করুন »

মন্তব্য করুন »