মোহাম্মদ কামরুজ্জামান »

Dating App

ঈদুল আজহার ২য় দিনেও অনেক জায়গায় কুরবানি হয়েছে। আবার বিভিন্ন রাস্তার ধারে কুরবানির মাংস বিক্রি করছেন নিম্ন আয়ের মানুষেরা। তবে ঈদের ২য় দিনে এসব মাংসের ক্রেতা ছিল কম, দামও ছিল কম। আজ মাংস বিক্রি হয়েছে প্রতিকেজি চারশ’ টাকা।

মজনু পেশায় কসাই না হলেও কুরবানির সময় মাংস কাটাকাটির কাজ করেন। কাটাকাটির কাজ করে আজকেও অনেক মাংস পেয়েছেন। সেই মাংস কাওরান বাজার এলাকায় ভ্যানে ঘুরে ঘুরে বিক্রি করছেন। মজনু বলেন, কুরবানির দিনে এইসব মাংসের অনেক চাহিদা থাকে।

আইজ তো ঈদের পরের দিন এইজন্য ক্রেতাও কম । গতকাল পাঁচশো টাকায় বিক্রি করছি আর আইজ চারশো টাকা বিক্রি করতাছি। মাংসের সংঙ্গে গরুর ভুঁড়ি বিক্রি করছে মজনু। মজনু জানান যেই বাসায় গরু কাটাকাটির কাজ করেছেন তারা খায়না এজন্য তাকে ভুঁড়িটি দিয়ে দিয়েছে। কেজি একশো টাকা।

এদিকে জসীমও এসেছেন মাংস বিক্রি করতে। মাংস বিক্রি করছেন কেন? জানতে চাইলে জসীম বলেন, মাংস দিয়া কি করুম। শুধু মাংস খাইলে কি পেট ভরে।আমরা গরীব মানুষ আমাদের লাগে ভাত। পেট ভইরা ভাত খাইতে পারলে আমাদের শান্তি। মাংস বেইচ্যা এই টাকা দিয়া চাউল আজ কিনুম আর একটা বয়লার মুরগী কিনুম তারপর বউ বাচ্চা নিয়া খামু।

Dating App
শেয়ার করুন »

মন্তব্য করুন »