এবার শুধু অনলাইনে ক্লাস নেয়া হবে এমন কোর্স বাছাই করলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার মার্কিন অভিবাসন এবং শুল্ক আরোপকারী সংস্থা একথা জানিয়েছে।
চলতি বছরের ৯ই মার্চের পরে যারা ভর্তি হয়েছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন বা নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরবেন, তারা এই ঘোষণার আওতায় পড়বেন না।
যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয় এরইমধ্যে অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে। ফলে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা নতুন করে সংকটে পড়ল।