সম্প্রীতি মাহমুদ »

করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠানের সঙ্গে ১৯৫ কোটি ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।
করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ নিশ্চিত করতে ফার্মাসিউটিক্যাল কোম্পানী ফাইজার এবং জার্মান বায়োটেকনোলজি ফার্ম ‘বায়োন্টেকের’ সঙ্গে ১৯৫ কোটি ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার একথা জানিয়েছে ফাইজারের মুখপাত্র।

প্রাথমিকভাবে ৫ কোটি মানুষকে দেয়ার জন্য কেনা হবে এই ১০ কোটি ডোজ। তাদের ভ্যাকসিন করোনা প্রতিরোধে সফল না হলে ফাইজার এবং বায়োন্টেককে এই অর্থ পরিশোধ করা হবে না। তবে, কার্যকর এবং নিরাপদ প্রমাণ হলে পরে আরও ৫০ কোটি ডোজ কেনা হবে, যা প্রত্যেক নাগরিকদের বিনামূল্যে দেবে মার্কিন সরকার।

ফাইজার তাদের ভ্যাকসিনের দাম নির্ধারণ করেছে ৩৯ ডলার। এটি দুই কোর্সে নিতে হবে। আগামী সপ্তাহে ফাইজার এবং বায়োন্টেকের ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরুর কথা রয়েছে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »