ফারজানা তন্বী »

Dating App

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, বারবার অ্যালকোহলসমৃদ্ধ সাবান বা স্যানিটাইজার দিয়ে পানিতে ভালোভাবে হাত পরিষ্কার করলে যেকোনো জীবাণু দ্রুত নষ্ট হয়। আরো ভালো হয় হাত ধোয়ার পর শুকনা হাতে স্যানিটাইজার ব্যবহার করলে। অনেকের মতে, স্যানিটাইজারের চেয়ে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া আরো বেশি কার্যকর।

যারা কাজের জন্য বাইরে যায় তাদের জন্য স্যানিটাইজার বেশ উপযুক্ত। তবে স্যানিটাইজারে হাতের তেল-ময়লা পরিষ্কার হয় না। তাই অ্যালকোহলসমৃদ্ধ সাবান আর স্যানিটাইজার দুটিই থাকা ভালো। তবে স্যানিটাইজার ব্যবহারের আগে হাত যেন শুকনা থাকে এবং ব্যবহারের পর হাত যেন না ধোয়া হয়। স্যানিটাইজার যাতে ত্বককে ভালোভাবে শুষে নেয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

Dating App
শেয়ার করুন »

মন্তব্য করুন »