আসমা সুলতানা »

বসবাসের জন্য স্পেন আসলেই দারুণ এক জায়গা। যদিও আয়রোজগার ইউরোপের অন্য দেশের তুলনায় একটু কম তবু আবহাওয়া, পরিবেশ— ইত্যাদি সব মিলিয়ে মাদ্রিদ চমৎকার এক ডেস্টিনেশন। প্রতিবছর সারা পৃথিবীতে থেকে প্রচুর পর্যটক আসে স্পেনের রাজধানী মাদ্রিদে।

এই মাদ্রিদ নানা কারণে পৃথিবীর অন্য আর দশটি নামকরা শহরের মতোই নানান বৈচিত্র্যে ভরপুর। বলা হয়ে থাকে, মাদ্রিদ কখনও ঘুমায় না। মাদ্রিদের আবহাওয়া ইউরোপের অনেক দেশের তুলনায় ভালো হওয়ায় শহরটি সবসময়ই যেন জমজমাট থাকে। বিশেষ করে রাতের বেলায় মানুষজন তাদের জীবনটা বেশ উপভোগ করে।

মাদ্রিদের পরিবহন-ব্যবস্থাও বেশ সমৃদ্ধ। সেই সঙ্গে নিরাপত্তার তেমন কোনো ঘাটতি না থাকায় মানুষজন বেশ স্বাচ্ছন্দ্যে বাইরে যেতে পারে। মাদ্রিদ শহরজুড়েই রয়েছে ডিসকো, নাইটক্লাব, পাব ইত্যাদি।

ছুটির দিনগুলোতে বিশেষ করে উইকেন্ডে তরুণ-তরুণীরা মেতে ওঠে আড্ডায়, গল্প-গুজবে। কেউ যায় ডিসকোতে, থাকে নানান পার্টিও। সবমিলিয়ে রাতটাকে নিজের মতো করে উপভোগের দারুণ এক জায়গা মাদ্রিদ!

ওপরের ভিডিওটি থেকে আমি বেশকিছু ধারণা পেয়েছি মাদ্রিদ শহর সম্পর্কে। আপনারাও দেখে নিতে পারেন মাদ্রিদের রাতের নানান দৃশ্য। ভিডিওটিতে রয়েছে বিভিন্ন ডিসকোর দৃশ্যও। দেখতে পাবেন রাতের মাদ্রিদ শহরটা দেখতে ঠিক কেমন… সব মিলিয়ে ভালোই লেগেছে আমার কাছে। স্পেন এবং মাদ্রিদ সম্পর্কিত আরও ভিডিও রয়েছে এখানে… https://www.youtube.com/watch?v=nW76TQ1jwYo&list=PLtAIWVikcz_dyfw0glFIS2OFOjVnrr_oU

শেয়ার করুন »

মন্তব্য করুন »