রাজন মিত্র »

Dating App

প্রাণঘাতী কোভিড-১৯ বিপর্যস্ত সারা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসের টিকা আবিষ্কারে বিশ্বজুড়ে ১৪৩টি প্রতিষ্ঠান কাজ করছে। সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের গ্লোব বায়োটেক। ডিবিসি ও চ্যানেল২৪

প্রাথমিক পর্যায়ে সফলভাবে প্রাণীর শরীরে ট্রায়াল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২রা জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন গ্লোব বায়োটেকের কর্মকর্তা আসিফ মাহমুদ।

গ্লোব বায়োটেকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আসিফ মাহমুদ জানান, ৮ মার্চ থেকে তারা এই পরীক্ষা শুরু করেন। কয়েক ধাপে পরীক্ষার পর আসে সফলতা। এখন প্রাণীদেহে নিয়মিত পরীক্ষা শুরু করবেন তারা। তারপর মানবদেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

প্রতিষ্ঠানটির দাবি, এ পর্যায়ে ভ্যাকসিনটি দ্বিতীয় ধাপে এনিমেল মডেলে ট্রায়াল করা হবে। এজন্য ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে। এরপরই এটি মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়া যাবে। ৬ থেকে ৮ সপ্তাহ পর ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়ার জন্য কোম্পানিটি সরকারি কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইবে। অনুমতি পেলে তারা ট্রায়ালে যাবে।

Dating App
শেয়ার করুন »

মন্তব্য করুন »