এ পর্যন্ত দেশজুড়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এরমধ্যে শুধু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই সবচেয়ে বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালটির ১০৪ জন চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চিকিৎসকদের অধিকাংশই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ৫৬ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ১০৩ জন, আজগর আলী হাসপাতালের ২১ জন, বিএসএমএমইউ’র ৬ জন, জাতীয় কিডনি ইনস্টিটিউটের ৯ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ১১ জন, শিশু হাসপাতালের ৬ জন, জাতীয় ক্যান্সার হাসপাতালের ১০ জন, নিউরোসাইন্স ইনস্টিটিউটের ১১ জন, অ্যাপোলো হাসপাতালের ৫ জন, বারডেম হাসপাতালের ৭ জন, ইউনিভার্সেল হাসপাতালের ৩ জন, পঙ্গু হাসপাতালের ৯ জন, কুর্মিটোলা হাসপাতালের ১৮ জন এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ১৭ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে পরিস্থিতি মোকাবিলা প্রয়োজনে আরো ২ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল তিনি এ কথা জানান।