মোহাম্মদ কামরুজ্জামান »

লকডাউনের কারণে ইউরোপজুড়ে ত্রিশ লাখের বেশি প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। লকডাউন দেয়া না হলে আরও অনেক মানুষ প্রাণ হারাতো বলে জনিয়েছেন গবেষকরা।
এছাড়া আক্রান্তের সংখ্যাও লকডাউনের কারণে কম হয়েছে। বিশ্বে করোনা মহামারির কয়েকমাস পার হলেও, এখনও শুরুর পর্যায়ে রয়েছে বলে দাবি করছেন গবেষকরা। কম সময়ের মধ্যে অনেক প্রাণ বাঁচানো গেছে, যা আগের যেকোনও মহামারির তুলনায় ইতিবাচক পরিস্থিতির ইঙ্গিত দেয়।

গবেষণায় দেখা যায়- ইউরোপের ৪ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। লকডাউন ছাড়াই এখন এসব দেশে করোনার প্রাদুর্ভাব কমে আসবে বলেও পূর্বাভাস দিয়েছেন গবেষকরা। যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও স্পেনসহ ইউরোপের ১১টি দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন তথ্য দিয়েছে লন্ডন ইম্পেরিয়াল কলেজ। লকডাউন না চললে ৪ঠা মে নাগাদ এসব দেশে মোট প্রাণহানি ৩২ লাখে পৌঁছাতো। তবে এই সময়ে ইউরোপে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৩০ হাজার।

শেয়ার করুন »

মন্তব্য করুন »