ফারজানা তন্বী »

Dating App

যা আভাস পাওয়া যাচ্ছে, তাতে আবারো একটা গড়পরতা বাজেটই আসতে যাচ্ছে। রাজস্ব আহরণে ঘাটতি বাড়ছে, বাড়ছে ঋণের বোঝাও।
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থানের মত গুরুত্বপুর্ণ খাতে ব্যয় বাড়াতেই হবে। ব্যয় সামাল দিতে তাই এনবিআরকে ঢেলে সাজানোর পাশপাপাশি সরকারি প্রশাসনিক ব্যয় অর্ধেক কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পরপরই মুখ থুবড়ে পড়েছে রাজস্ব আহরণ। টার্গেট পুরণ থেকে ক্রমাগত পিছনে পড়ছে সরকারি ব্যয়ের ৮০ ভাগের বেশি একাই যোগান দেওয়া প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড। চলতি ২০১৯-২০ অর্থবছরে প্রথম ১০ মাসেই ঘাটতি দাঁড়িয়েছে ৬২ হাজার কোটি টাকা।

সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন,’কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে তারা বলছেন ৮০ হাজার কোটি টাকা। আমরা বলছি প্রায় ১লাখ কোটি টাকা হতে পারে এটার ঘাটতি। এটার একটা অন্যতম কারণ, যে লক্ষমাত্রা দেয়া হয় সেটা বাস্তব অবস্থার প্রেক্ষিতে দেয়া হয় না।’

রাজস্ব আহরণের এমন নেতিবাচক পরিস্থিতির মধ্যেই নতুন অর্থবছরেও টার্গেট বড় হচ্ছে রাজস্ব বোর্ডের। ৫ লাখ ৫৬ হাজার কোটি টাকার বাজেটে এনবিআরকে আদায় করতে হবে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

এনবিআরের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি যেটা মনে করি ২ লাখ ৭০ হতে পারে। তবে আমি যেটা বলেছি আগামী এক বছরের মধ্যে মেশিনের ব্যবহার এবং জনবল বৃদ্ধি করতে পারলে,হয়তো তিন লাখের একটা স্বপ্ন দেখা যেতে পারে।’

কোভিড-১৯ পরিস্থির মধ্যে শিল্প উৎপাদন পুরোদমে শুরু না হলে কর আদায় বাড়বেনা। তারপরও আয় বাড়ানোর কিছু পরামর্শ দিয়েছেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান। মোশাররফ হোসেন ভূঁইয়া আরও বলেন,’নিচের শ্রেণির যে সকল কর্মকর্তারা আছেন তাদেরকে কঠিন নজরদারিতে রাখতে হবে। অটোমেশন জোরদার করতে হবে। কর্পোরেট ট্যাক্স কমানোর কোন দরকার নাই।’

করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় গরীবের হাতে নগদ টাকা তুলে দেওয়া, স্বাস্থ্য সেবা এবং কর্মসংস্থানের মত গুরুত্বপূর্ণ খাতে ব্যয় বাড়াতেই হবে। অথচ রাজস্ব আহরণে রয়েছে স্থবিরতা। তাই আছে কিছু ব্যয় ছেটে ফেলার পরামর্শ। ড. ফাহমিদা খাতুন আরও বলেন,’আমাদের প্রতিবেশি ভারত বলেছে তারা সরকারি, প্রশাসনিক বিভিন্ন বিভাগের ব্যায় ৬০ শতাংশ কমিয়ে আনতে হবে। আমরা কিন্তু ৫০ শাতাংশ কমিয়ে আনতে পারি। কিছু কিছু প্রকল্প কর্মসংস্থান সৃষ্টি করছে না। সেই ধরণের প্রকল্পগুলোকে যাচাই বাছাই করে, সেগুলোকে এখন স্থগিত করা যেতে পারে।’

তারপরও ব্যয় সংকুলান করতে না পারলে সঞ্চয়পত্র বিক্রি বাড়ানো, আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলো থেকে ঋণ নেওয়া এবং এবং একদম শেষ ব্যবস্থা হিসেবে টাকা ছাপানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞারা।

Dating App
শেয়ার করুন »

মন্তব্য করুন »