করোনার সংক্রমণ রোধে জনসমাগমস্থলে মাস্ক পরে বরে হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের অনেক দেশই ঘরের বাইরে বের হলেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এই বিষয়ে শুরুতে দ্বিমত পোষণ করে সংস্থাটি জানিয়েছিল, সুস্থ মানুষের মাস্ক পরার প্রয়োজন নেই। যারা অসুস্থ শুধু তাদেরই মাস্ক পরতে হবে এমন পরামর্শই ছিল সংস্থাটির।
তবে এবার সেই জায়গা থেকে সরে এসে জনসমাগমস্থলে মাস্ক পরার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে গণপরিবহণ, বাজার ও শরণার্থী শিবিরে মাস্ক পরে সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়েছে।