আমীর হোসেন »

কিংবদন্তি পরিচালক এবং চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী আর নেই। বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে সান্তাক্রুজের বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আজ দুপুর ২টায় মুম্বাইয়ের সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির একাধিক গণমাধ্যম।

বাসু চ্যাটার্জী বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিতি পায় ‘হঠাৎ বৃষ্টি’ ছবির সূত্র ধরে। এর মাধ্যমে ১৯৯৮ সালে রূপালি পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়ক ফেরদৌসের। ছবির গানগুলো এখনও মানুষের মুখে মুখে শোনা যায়।

১৯৩০ সালে রাজস্থানের আজমের শহরে বাসু চ্যাটার্জীর জন্ম। তার বিখ্যাত সিনেমাগুলোর তালিকায় আছে- ‘সারা আকাশ’, ‘পিয়া কে ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘ছোটি সি বাত’, ‘চক্রব্যুহ’, ‘বাতো বাতো মে’, ‘জিনা ইহা’, ‘আপনে পেয়ারে’ ইত্যাদি। জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্যোমকেশ বক্সী’ এবং ‘রজনি’র পরিচালকও ছিলেন বাসু চ্যাটার্জী।

শেয়ার করুন »

মন্তব্য করুন »