খাদ্য নিরাপত্তা কর্মসূচি : জনসমাগম পরিহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রায় সব ধরনের প্রতিষ্ঠান তাদের কার্যক্রম স্থগিত রাখায় দেশের বিরাট জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছে। উপার্জনহীন হয়ে পড়ায় অবরুদ্ধ বহু মানুষ ইতিমধ্যে খাদ্য সংকটের মুখোমুখি; যা দিনে দিনে আরো বৃদ্ধি পাবার সম্ভাবনা দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জের হতদরিদ্র মানুষের, বিশেষ করে মডেল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের খাদ্যের যোগান নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদেরকে খাদ্য সহায়তা দেবার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে ১৫ হাজার পরিবারের কাছে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের খাদ্য সহায়তা প্যাকেজ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই খাদ্য সহায়তা প্যাকেজের অংশ হিসেবে প্রতিটি পরিবারের কাছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল এবং সাবান সম্বলিত একটি করে সহায়তা প্যাকেট পৌঁছে দেয়া হবে।
চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান : অত্যন্ত ছোয়াঁচে এবং অজানা চরিত্রের নতুন এই করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রমে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হলে চিকিৎসক এবং স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। একারণে মডেল গ্রুপ নারায়ণগঞ্জের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবা প্রদানরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক নির্দেশিত সর্বোচ্চ মানের পিপিই পোশাক, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, গগলস এবং প্রোটেকটিভ শিল্ড আমদানীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সকল সুরক্ষা সামগ্রী সরকারের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নারায়নগঞ্জের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাজে লাগবে।
নারায়ণগঞ্জ জেলার সম্মানিত এমপি মহোদয়গণ, সম্মানিত মেয়র, জেলা প্রশাসক করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষায় যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের যেকোনো ডাকে যেখানে যেরকম সম্ভব আমরা অবশ্যই সাথে থাকব, ইনশাআল্লাহ। বিশেষভাবে উল্লেখ্য নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের এমপি ভ্রাতৃদ্বয়, মাননীয় এমপি সেলিম ওসমান এবং মাননীয় এমপি শামিম ওসমান। ওনাদের শ্রম ও সেবা অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ। কারণ, তাঁরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাস সংবাদ সংগ্রহ করে ঘরে অবরুদ্ধ মানুষের কাছে পরিবেশন করছেন- তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
কৃতজ্ঞতা বাংলাদেশের চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট প্রতিটি কর্মীর প্রতি। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ সংক্রমিত রোগীর চিকিৎসা এবং দেশের স্বাভাবিক চিকিৎসাসেবা অব্যাহত রাখতে তাঁরা প্রাণপণ কাজ করে যাচ্ছেন।
ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অপ্রতুলতাকে মেনে নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ সারাদেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীবৃন্দ নিরলসভাবে কাজ করে চলেছেন। আমরা আলাদা করে তাঁদেরকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।
অর্থ সহায়তা কর্মসূচি : বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও বিপুল জনগোষ্ঠীর একটি দেশে করোনাভাইরাস সংক্রমনের মতো এতো ব্যাপক একটি মহামারী প্রতিরোধে অনেক ক্ষেত্রেই সরকারের একার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তাই সরকারের উদ্যোগকে বেগবান করতে দেশের বিত্তবানদেরকে এবং সচেতন জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। যে উদ্যোগের অংশ হিসেবে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোর মাঝে তাদের ভালো কাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে, চলমান করোনাভাইরাসের বিস্তার রোধে গৃহীত কর্মসূচিকে আরো সাফল্যমণ্ডিত করতে মডেল গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ সহায়তা চেকের মাধ্যমে প্রদান করা হবে; যা নিম্নরূপ :
সংসদ সদস্য মহোদয়, নারায়ণগঞ্জ-৪ আসন : ২০ লক্ষ টাকা
সংসদ সদস্য মহোদয়, নারায়ণগঞ্জ-৫ আসন : ২০ লক্ষ টাকা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয় : ২০ লক্ষ টাকা
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয় : ১০ লক্ষ টাকা
মধ্যবিত্ত নাগরিক শ্রেণির জন্য বিশেষ কর্মসূচি : ২০ লক্ষ টাকা
আলাদাভাবে নারায়ণগঞ্জ সিটি
কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য : ১০ লক্ষ টাকা
ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের জন্য : ১০ লক্ষ টাকা
মাসুদুজ্জামানের জন্মস্থান ১১ নম্বর ওয়ার্ড কমিশনার : ২০ লক্ষ টাকা
দৃষ্টান্ত স্থাপনকারী ১২ নম্বর ওয়ার্ড কমিশনার শওকত সাহেব : ৫ লক্ষ টাকা
১৩ নম্বর ওয়ার্ড কমিশনার খোরশেদ সাহেব : ৩ লক্ষ টাকা
নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং প্রাচীন বাণিজ্যিক নগরী। বর্তমান বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি অনেক প্রতিষ্ঠান এই নারায়ণগঞ্জে অবস্থিত; বাণিজ্যিকভাবে সফল অনেক ধনাঢ্য ও বিত্তশালী ব্যক্তি এই নারায়নগঞ্জের সন্তান। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের বহু দুর্যোগকে প্রতিহত করবার গর্বিত ইতিহাস এ নগরীর রয়েছে। আমরা বিশ্বাস করি, কেবল নারায়নগঞ্জের সামর্থবান ব্যক্তিবর্গ এগিয়ে এলেই এ অঞ্চলের করোনাভাইরাসের দুর্যোগ কাটিয়ে উঠতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে বহুগুণ বেগবান করা সম্ভব। সম্ভব সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই ক্রান্তিকাল অতিক্রম করে নারায়ণগঞ্জকে দেশের মধ্যে একটি বিশেষ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা।