বার্তাবাংলা ডেস্ক »

পশ্চিম জার্মানির (নর্থরাইন ওয়েস্টফেলিয়া) বিভিন্ন এলাকার ওপর দিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে জার্মান আবহাওয়া দপ্তর।

ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বয়ে যেতে পারে ‘Sabine’ নামের এই ঘূর্ণিঝড়।

রোববার বিকাল ৪টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এ ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। 

স্থানীয় আবহাওয়াবিদ ইয়র্গ কাছেলমান বলেন, মনে হচ্ছে এটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বাতাসের গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিম জার্মানির ডর্টমুন্ড, মুনস্টার, এছেন, হাম, বনেন, ভ্যার্ল, জোস্ট, নয়েসসহ বিভিন্ন শহরের স্কুলগুলো এরই মধ্যে সোমবার স্কুল ছুটির ঘোষণা দিয়েছে। 

তবে ক্ষয়ক্ষতিসহ আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে রোববার বিকেলে আবারও নতুন সিদ্ধান্ত জানাবে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় রেলসংস্থা ডয়েচেবান (ডিবি) জানিয়েছে, অনেক যাত্রীই তাদের যাত্রা বাতিল করছেন। রোববার বিকেল থেকে বিভিন্ন রুটের যাত্রা অবশ্যই বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে ডিবি।

অন্যদিক, ডুসেলডর্ফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বন-কোল্ন এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে তারা।

বিভিন্ন শহর-এলাকার ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষও জানিয়েছে, তারা প্রস্তুত রয়েছে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »