বার্তাবাংলা ডেস্ক »

৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন ২৭৬ জন রোগী।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালটির বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। সার্জারি, গাইনি ও অবস, শিশু, নাক-কান-গলা, চক্ষু, মনোরোগ ও মাদকাসক্তি, মেডিসিন, ডায়াবেটিক, হৃদরোগ, অর্থোপেডিকস, চর্ম ও যৌন এবং দন্ত বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা দেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি পরিদর্শন করেন হাসপাতালটির চিফ অপারেটিং অফিসার (সিওও) নিউরোলজিস্ট স্পেশালিস্ট ডা. নাজমুল হাসান ও উপ-পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল মালেক মৃধা।

চিকিৎসাসেবার পাশাপাশি আগত রোগীদের রোগ নির্ণয়ে প্যাথলজি পরীক্ষার ওপর ৫০ শতাংশ ডিসকাউন্ট এবং অন্যান্য পরীক্ষার ওপর ৩০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সেবাগ্রহীতাদের দ্বিতীয় সাক্ষাৎকারও (ফলো আপ) ভিজিটমুক্ত রাখা হবে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »