বার্তাবাংলা ডেস্ক »

মঙ্গলবার রাতে বিশ্বজুড়ে বসেছিল যেন ফুটবলের মেলা। সারাবিশ্বের নানান দেশে অনুষ্ঠিত হয়েছে অনেকগুলো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইতালিসহ অনেক দেশই মাঠে নেমেছিল মঙ্গলবার রাতে।

তবে এর মধ্যে ইউরোপের দেশগুলোর অধিকাংশই মাঠে নেমেছে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে। বাকিরা মাঠে নেমেছে প্রীত ম্যাচ খেলতে। নিচের পাঠকদের জন্য আন্তর্জাতিক ফুটবলের ম্যাচগুলোর ফলাফল সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো।আরমেনিয়া ০ : ২ ফিনল্যান্ড
বসনিয়া হার্জেগোবিনা ২ : ২ গ্রিস
ইতালি ৬ : ০ লিচনস্টেইন
মাল্টা ০ : ২ স্পেন
নরওয়ে ৩ : ৩ সুইডেন
রিপাবলিক আয়ারল্যান্ড ১ : ০ জর্জিয়া
রোমানিয়া ৪ : ১ ফারো আইল্যান্ড
সুইজারল্যান্ড ৩ : ৩ ডেনমার্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

কোস্টারিকা ১ : ০ জ্যামাইকা
মেক্সিকো ৩ : ০ প্যারাগুয়ে
জাপান ১ : ০ বলিভিয়া
দক্ষিণ কোরিয়া ২ : ১ কলম্বিয়া
আরব আমিরাত ০ : ০ সিরিয়া
ইরাক ৩ : ২ জর্ডান
আইভরি কোস্ট ১ : ০ লাইবেরিয়া
নাইজেরিয়া ১ : ০ মিসর
সেনেগাল ২ : ১ মালি
মরক্কো ০ : ১ আর্জেন্টিনা
আলজেরিয়া ১ : ০ তিউনিসিয়া
চেক রিপাবলিক ১ : ৩ ব্রাজিল
জিব্রালটার ০ : ১ এস্তোনিয়া
হন্ডুরাস ০ : ০ ইকুয়েডর
যুক্তরাষ্ট্র ১ : ১ চিলি
পেরু ০ : ২ এল সালভাদর

শেয়ার করুন »

মন্তব্য করুন »