বার্তাবাংলা ডেস্ক »

বৃহত্তর জালালাবাদ অস্ট্রিয়া সমিতি আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দেশটির রাজধানী ভিয়েনায় এ ফাইনাল খেলায় রুমন শামীম জুটি ২-১ সেটে সাইমন নাসির জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং তৃতীয় স্থান অধিকারী দলের হাতে পুরস্কার তুলে দেন জালালাবাদ অস্ট্রিয়া সমিতির সভাপতি আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী এবং ক্রীড়া সম্পাদক শামীম মোহাম্মেদ। এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দলের হাতে পুরস্কার তুলে দেন সমিতির কার্যকরী কমিটির সদস্যরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিয়েনার বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মোট ১৮টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়।

উল্লেখ্য, জালালাবাদ অস্ট্রিয়া সমিতি প্রতি বছর এ টুর্নামেন্টের আয়োজন করে থাকে। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য ক্রীড়া সম্পাদক শামীম মোহাম্মেদসহ কার্যনির্বাহী সব সদস্যকে ধন্যবাদ জানান সমিতির সভাপতি আনিসুজ্জামান।

শেয়ার করুন »

মন্তব্য করুন »