রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের নেতা চিক্কাধন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানা পুলিশ।
স্থানীয়রা জানান, চিক্কধন চাকমা বাড়িতে ছিলেন। এ সময় দুর্বৃত্তের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তারা গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে চিক্কাধন নামের একজন ইউপিডিএফ নেতা নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।